তোমার কথা ভাবতে ভাবতে,
আমার সারা দিনমান চলে যায়,
কল্পনায় তোমায় দেখি কল্পনায় ছুঁই,
চোখে ভাসে তোমার অনিন্দ্য হাসি।
নাইবা হল কাছে পাওয়া,
মনের গোচরে সব সময়ে তুমি আছো,
তোমার কথা ভাবতে ভাবতে,
আমার সারা দিনমান চলে যায়।
আমার হৃদয় মন ও সত্তা,
তোমাতেই হয়ে থাকে সমাচ্ছন্ন,
প্রাপ্তির কথা কখনো ভাবিনা,
রিক্ততা তো আমার মোহন বাঁশি।
রিক্ততার সুরে ভরে ওঠে আমার কবিতা,
প্রাপ্তি অপ্রাপ্তি পূর্ণতা শূন্যতা সব ভুলে,
তোমার কথা ভাবতে ভাবতে,
আমার সারা দিনমান চলে যায়।