কখন যে চুপকথারা চলে আসে মনে,
এসে যায় কোথা থেকে কে জানে,
আমাকে নিয়ে খেলা করে, বুঝিনা তাকে,
চুপকথায় কত কথাই বলি আমি তোমাকে।
ভালবাসি চুপকথায় ভেসে যেতে কল্পনায়,
ভেসে যেতে যেতে খুঁজে চলি আমি তোমায়,
আমার চুপকথা তোমাকেই বলে যায় কবিতায়,
তোমার চুপকথাও কি এমনি কবিতা লিখে যায়?
একদিনই হয়েছিল দেখা তোমার সাথে অস্তবেলায়,
তারপর চুপকথাই তোমার কাছে আমায় নিয়ে যায়,
তোমারও কি চুপকথায় আমার মতো এমন হয়?
মনের বিছানায় শুয়ে নীরবে কত কথাই কয়?
আর কথা নয়, এবার আসুক শুধুই চুপকথা,
চুপকথায় ভরে যাক সব কবিতার খাতা,
তোমারও চুপকথারা কবিতা লিখে দিয়ে যায়?
এসো আজ গল্প করি চুপকথার কবিতায়।