মনটা আমার দুঃখ ও বেদনায় ভরে ওঠে,
যখন তোমার উঠানে এসে আমি দাঁড়াই,
চেয়ে দেখি তোমার পোঁতা গাছগুলি,
মনে পড়ে কি যত্ন করে তুমি পরিচর্চা করতে,
চুপচাপ দাঁড়িয়ে থাকি তোমার উঠানে,
বন্ধু,তোমার কথা খুব মনে পড়ে।


সকালে প্রাতঃ ভ্রমণে বহুদূর হেঁটে চলে যেতে,
আমি শিব মন্দিরের কাছে অপেক্ষায় থাকতাম,
যত গল্প আর মনের কথা সব আমায় বলতে,
আজ তুমি নেই, একথা ভাবতেই পারিনা আমি,
অসহ বিচ্ছেদ বেদনায় আমার হৃদয় ভরে যায়,
বন্ধু, তোমাকে খুব মনে পড়ে।