তোমায় ভালোবেসেছি বলে,
ভালোবাসা কি তা জেনেছি,
তোমার আঁখিতে চেয়ে থেকে,
আঁখির মিলন সুখ বুঝেছি।
ভালোবাসা মনকে করে সুর,
ভালোবাসা রূপকে করে অপরূপ,
ভালোবাসার ভেলায় ভেসে ভেসে,
আনন্দ আরতি যেন মিলন সুখ।
ভালোবাসাতেই শেষ সমর্পণ,
ভালোবাসা জুড়ে সারা জীবন,
ভালোবাসার একটু পরশ করে,
আনন্দময় সারা জীবন মরণ।