তোকে ভালবাসি বলে,
আজও ফিরে-ফিরে আসি,
তোকে ভালবাসি বলে,
দু'দন্ড লনে এসে বসি।
কখন দুটো কথা বলবি,
সেই অপেক্ষায় থাকি,
মনের কথা হয়না বলা,
মনেই ধরে রাখি।
ভালোবাসার শিশিরে ভিজে,
আজও আমার কবিতা লেখা,
তোর ভালোবাসার রূপ খুঁজে,
আমার ভালোবাসা ছুঁয়ে থাকা।