থাকো তুমি স্মৃতির অসহ বেদনায়,
যেয়ো নাকো চলে,তুমি যেয়ো না।
স্মৃতির বেদনায় ভরে গেলে মন,
তবু তো তোমাকে পাই হৃদয়ে তখন।
দেখো, রৌদ্র-নীল আকাশ নিরালম্ব ভাসে,
ভোরের রোদ আসে অলক্ত পায়ে,
বাতাসের ফিসফিস করে কথা বলা,
অবয়বহীন তারা মনে দেয় তো ধরা।
তুমিও থাকো বেদনার স্মৃতিতে মননে,
কথা বলো নিভৃতে কানে কানে,
হেসে ওঠো যে কোনো ক্ষণে,
শুণ্যতা ভরে যাক এ বিরহী প্রাণে।