গভীর বেদনায় মন ভরে যায়,
শুনে অসহায় দরিদ্র মানুষের কান্না,
থাকব না আর ভুলে আত্মসুখে,
স্বার্থপরতা বিভেদের বাধা ভেসে যাক না।
মানুষের জন্যে করতে হবে কাজ,
থাকতে হবে অসহায় মানুষের পাশে,
দরিদ্র মানুষের সেবায় হলে ব্রতী,
দেখবে হৃদয় গভীর আনন্দে ভাসে।