শান্তি যদি পেতে চাও,
ত্যাগ কর সবকিছু,
যা পেয়েছ সেটুকুই নাও।
শান্তি যদি পেতে চাও,
কামনা থেকে সরে যাও,
ছুটনা ভোগের পিছুপিছু।
শান্তি যদি পেতে চাও,
ত্যাগ করো সবকিছু।