প্রেম আসে হৃদয়ে গভীর আনন্দ অনুভবে,
সময়ের ঝড়ে একদিন প্রেম হারিয়ে যায়,
ফুলে ফুলে ভরে ওঠে জীবন সামিয়ানা,
আনন্দ উচ্ছাসে মন জীবনের গান গায়।
প্রতিদিন সকাল দুপুর বিকাল রাত জুড়ে,
জীবনের কত নূতন দিগন্ত যায় খুলে,
এক একটি করে দিন কেটে যায়,
জীবন এগিয়ে চলে শাখা প্রশাখা মেলে।
তারপর একদিন জেগে ওঠে হারানো প্রেম,
জাগায় না আগের মতো আনন্দ শিহরণ,
চীলের কান্নার মতো এক গভীর বেদনা,
কখন অজান্তে ভরে তোলে হৃদয় গহন।