তোমায় নতুন করে দেখবো বলে দিন রাত ভেবেছি কত,
তোমার লাল ঠোঁট কাজল পরা আঁখি ভালোবেসে,
শুনতে চেয়েছি এলো চুলে শাড়ির আঁচলে কি কথা বলো,
আর একবার দেখতে চেয়েছি তোমার নিকট কাছে এসে।

হঠাৎ মনে পড়ে তার কথা, রহস্যময়ী বিদেশিনী যেন,
রূপের তুলনা হয়না, শান্ত সৌম্য অনাবৃত রূপ তার,
নেশার মতো আমায় টানে তার কাছে বারেবার,
তার চোখে ছায়া পড়ে অথৈ নীল সমুদ্রের গভীরতার।

নতুন করে তোমায় দেখব বলে এসেছিলাম কাছে,
তার অপরূপ রূপ মাধুরীর ছটা মনে পড়ালো তাকে,
তার নীল চোখ ভালোলাগার নেশায় মাদল বাজায় মনে,
মনে হয় আবার দেখি, চেয়ে থাকি তার নীল চোখে।