সুর ঘোরে,
নির্জন আলো ছায়া ঘরে,
হৃদয়ের তটভূমি ভেসে যায় সে সুরে,
সুরের মায়ার জালে সেদিন সাঁঝে এনেছিলে শ্রাবন,
ভরা প্লাবন!