শূন্যতার গলিপথ বেয়ে যাওয়া নীরবে,
জানিনা কোথায় কখন তা শেষ হবে,
পূর্ণতা ধীরে দূরে চলে যায় প্রতিক্ষণ,
সারি সারি পর্ণ মোচী বৃক্ষের মতন।
চলেছি নীরবে শূন্যতার গলিপথে গভীরে,
সময়ের মসৃনতা ছুঁয়ে যায় ধীরে ধীরে,
কত স্মৃতির পায়রা চলেছি যে উড়িয়ে,
এখানে কোথায় কেউ নেই জানি দাঁড়িয়ে।
অরবতার উড়ুণিতে রেখেছি দুচোখ আমার,
রঙের খেলার লীলায় এখন ভরে চারিধার,
বৃষ্টি পড়ার মতো শব্দ ভেসে আসে কানে,
শূন্যতার গলিপথ বেয়ে চলেছি কোনখানে।
জানি এখন কিছু নেই সময়ের বাঁধনে আর,
কত নূতন বার্তা ছড়ায় বহুদূরে এখন বেতার,
শূন্যতার গলিপথে দেখি আলো উঠে জ্বলে,
সময়ের হাত ধরে নীরবে পূর্ণতা এল বলে।