যে প্রিয়জন নেই পৃথিবীতে আর,
তাকে পাওয়ার ইচ্ছা প্রবল হলে,
মানুষ ছুটে যায় স্মৃতির টানে,
তাকে নূতন করে পাবে বলে।
এ এক অমোঘ মোহ বন্ধন,
মন বৃথা তারে খুঁজে ফেরে,
ভাবতে পারে না সে নেই,
মোহ মুক্তি চলে যায় দূরে।
মৃত জনের আত্মাও কি এভাবে,
প্রিয়জনের টানে ফেরে বারে বারে,
শুন্যতার অন্ধকারে ধাক্কা খেয়ে খেয়ে,
প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে।
এই বিরহ চিরকাল রয়ে যাবে,
শুন্যতার অন্ধকারে মানুষ পথ হারাবে।