তোমার দোলনচাঁপায় ফুল ফুটেছে,
তুমি তো এখন আর নাই,
চেয়ে চেয়ে ফুলের দিকে,
স্মৃতিতে তোমার হারিয়ে আমি যাই।
পূর্নিমার চাঁদ আকাশ জুড়ে,
রূপালী জোছনায় চরাচর ভাসে,
একা একা চেয়ে থাকি আমি,
শুধূ তোমার কথাই মনে আসে।
স্বপ্ন ছিল তোমার সাথে,
কাটাবো সারাটা জীবন,
ভাগ্যের মনে ছিল অন্য কথা,
হলোনা আমার স্বপ্নপূরণ।