হৃদয়ে যে নদীটি প্রবাহিত হয়ে যায়,
আমার স্বপ্নের মাঝে কোন কোন রাতে,
আনন্দ ভেলায় আমি ভেসে চলি তাতে,
তুমিও চলে আসো, ভাসো আমার সাথে।
রাতের আলোর পথ ধরে এগিয়ে চলি,
স্মৃতি সব আনন্দ হয়ে গান গায়,
মুক্তির গভীর স্বস্তি তোমার দুচোখে,
চেয়েছিলে যা হয়নি, আজ তা হয়ে যায়।
ভোরের আলোয় ঘুম ভেঙে প্রিয়াকে খুঁজি,
তার চোখে চোখ রেখে বলি "ভালোবাসি",
রাতের আঁধারে একসাথে তরী বাইব বলে,
স্বপ্নের মাঝে বহমান নদীটির তীরে ফিরে আসি।