সময়,তুমি কেন হলে এত নির্মম,
তোমার চলার স্রোতে হারিয়ে গেছে,
কত প্রিয়জন, কত বন্ধু আত্মীয় স্বজন,
যাদের ব্যাথাতুর স্মৃতি আজও আছে।
গ্রামে মাটির ঘর খড়ের চালের বাড়িটা,
কত ফলের গাছ ছিল উঠানে,
হারিয়ে গেছে সব দেখাশোনার অভাবে,
চলমান সময়ের স্রোতের টানে।
তেঁতুল বাদাম বকুল গাছ ছিল পুকুরের ধারে,
যাবে না দেখা আর দেখার ইচ্ছা হলে,
পাশে খেলার মাঠ হয়ে গেছে রাস্তা এখন,
উঁচু তাল গাছটা কখন গেল হারিয়ে।
চির উদাসীন তুমি, নির্মমতা তোমার নয়,
হারানোর কষ্টে আমরা ভুল বুঝি তোমায়,
যা কিছু হারায় সবই আমাদের দায়,
আর সবেতেই ঈশ্বরের হাত থেকে যায়।