সময়ের হাত ধরে চলেছি নিরন্তর,
স্মৃতির হাত ধরে চলি অতীতে,
বর্তমান রয়েছে আমাদের প্রতিনিয়ত অনুভবে,
চিন্তার প্রয়োগে বুঝি কি আছে ভবিষ্যতে।
অতীত আমাদের কাছে স্বচ্ছ সত্য,
বর্তমান ও ভবিষ্যত অনিশ্চয়তায় ভরা,
বাঁধা পড়ে আছি সময়ের বন্ধনে,
আমাদের নিয়ে সময়ের নিরলস খেলা।
এ বন্ধন শেষ হবে জানি একদিন,
সময়ের খেলা তখন হবে শেষ,
জীবনের শেষ মৃত্যুর করাল গ্রাসে,
শুধু রহে যাবে অতীতের রেশ।