এখন স্নাত হও, হে নির্মল হৃদয়,
পুঞ্জীভুত হতাশা ও বেদনার মেঘ
ছিঁড়ে ফেলে শান্তির অরুণ আলোকে,
আকাঙ্খার শুকনো নদীতীরে বসে,
অনেকদিন কাটায়েছো তো দিন রাত,
এবার স্নাত হও শান্তির অরুণ আলোয়।

শোননি কি ঘুঘুর মায়াবী ডাক দুপুরে,
নীলের গভীরে চীল ওড়া ঘুরে ঘুরে,
বালিহাঁস কতদিন উড়ে গেছে ধীরে,
হৃদয়ের জ‍্যোৎস্নায় মায়াময় রাতে,
কতবার তুমি তাদের পিছে পিছে
যাওনি কি উড়ে নিদারুন মোহিনী মায়ায়।

জেনো, এখন সময় হোয়েছে সরব,
ঘন্টাফটকে বেজেছে জাগার ঘন্টা,
সময় হোয়েছে জেনো,নির্মল হৃদয়,
স্নাত হও হে,শান্তির অরুণ আলোয়।