যে বিড়ালটা সকালে ঘুরে বেড়ায়,
রাতে সে হয়ে যায় ব্রক্ষদত্যি,
বেলগাছের ডালে বসে হাওয়া খায়,
মিছে নয় একথা একেবারে সত্যি।
ব্রক্ষদত্যির মাথা জুড়ে আছে টাক,
তার বিশাল ভুঁড়ি যেন জয়ঢাক,
পিঠে ঝোলানো তার সাদা পৈতে,
সাদা কাপড় পড়ে একেবারে ঠিকঠাক।
খড়ম পরে যখন সে হাঁটে,
খাটাস খাটাস করে শব্দ হয়,
আগুন গোলা চোখে সে তাকায়,
টিকি নেড়ে নেড়ে কথা কয়।
সকালে আবার বিড়াল হয়ে যায়,
ডাকে সে ম্যাও ম্যাও করে,
জুল জুলিয়ে চেয়ে ভাবে বুঝি,
কখন রাতে হাওয়া খাবে ফুরফুরে।