কত বছর পর আবার,
দেখা হয়ে গেল তোমার আমার,
বয়স হোয়েছে দুজনেরই,
তবু আবেগ তরঙ্গ আনন্দ হয়ে ঝরে।
আমার কথা খুব ভেবেছিলে বুঝি,
তাইতো হয়ে গেল দেখা,
নিয়ে যেতে চাও বাড়িতে তোমার,
তবে চলো যাই বহু কথা জমেছে আমার।
সুন্দর এই সবুজ ঘাসে ভরা লন,
কত ফুলের গাছ লাগিয়েছো চারিদিকে,
রজনীগন্ধা গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা,
ফুলে ফুলে ভরে আছে সবুজ পাতার মাঝে।
ভালো লাগে বেশ বসে থেকে এই লনে,
কাজ ফেলে রেখে এসো বসো এইখানে,
দেখো ঘুরে ঘুরে চিল ওড়ে সুদূরে,
সামুখখোল উড়ে চলে দলে দলে।
বলো কেমন আছো,
ভালোবাসার সুগন্ধি মনে মেখে,
দিনগুলি বেশ যেতেছে চলে তোমার,
আমি চলেছি সেই বিরহ ঘোরে।
কেমন যেন সব স্বপ্ন মনে হয়,
তুমি আমি এই আকাশ এই অনুভব,
তোমার প্রেম মনের গভীর ভিতর,
আমার বিরহ চিলের কান্না হয়ে ঝরে।
আমি থাকি যদি সব ভুলে,
নীরব কিসের টানে বারে বারে,
আমাকে জাগাও তুমি স্মৃতির কুহকে,
হৃদয়ে সেই কবেকার স্পর্শ দিয়ে।
বেশ আছি বসে ভালোলাগার আবেশে,
নীরবে চেয়ে দেখো আমার চোখে,
চোখে কি কখনো ধরা পড়ে মন,
তবু অনুভবে যদি পারো বুঝিতে।
তোমার ভালোবাসার সুগন্ধি মাখা মনে,
যদি আমার বিরহ শিশির ঝরে পড়ে,
তোমার প্রেমের হবেনা কোন ক্ষয়,
সবুজ লনে প্রেমে বিরহে তুমি আমি,
সব যেন স্বপ্ন কেবলি স্বপ্ন মনে হয়।