নীলিমার নীলের নীলাভ শোভায়,
মিঠে রোদ ভাসে হলুদ প্রভায়,
আতা গাছের ডালে পুকুরের জলে,
আলে ঘেরা সবুজ ধান মাঠে,
গ্রামের নির্জন প্রহর মিশে যায়,
আম কাঁঠাল জামরুল তেঁতুল গাছে,
পুকুরের জলে ভাসা পুঁটি মাছে,
শৈশবের মায়াময় জগৎ রয়ে যায়।
অবসরের নীরব নির্জন এক ক্ষনে,
উঠে আসে সেসব হারানো দিন,
মন ভরে যায় অপার আনন্দে,
শুনি স্মৃতির নূপুর রিন রিন।