চাঁদের মতো ভেসে ভেসে আকাশের কোলে,
দূরে চলে যাও তুমি কেবলি আরো দূরে,
কাছে আসিবে না জানি কোনদিনও আর,
মধুর হেসে দাঁড়াবে না আমার হৃদয় ভরে।
মুখের রেখাগুলি ঝাপসা হয়ে গেছে আজ,
ক্রমাগত চলমান সময়ের অঝোর বরিষণে,
বুঝিতাম একদিন তোমার চোখের যে ভাষা,
আজ ফিরে আসে সব স্মৃতির কবিতার সনে।
বিরহ বসন্ত ছায়ে চিরহরিৎ অনুভবের ফুলগুলি,
কবিতার দক্ষিণা বাতাসে দোলে বাতাসের সনে,
নীরবে আপনমনে আজ সে ফুলগুলি আঁচলে তুলি,
সাজাই সযতনে ফিরি কেবলি তার মাধুরীর পানে।