হৃদয় যেন উত্তাল সাগর এক,
আবেগের ঢেউ ওঠে ফেনিল উচ্ছাসে,
কত আলোড়ন কত উন্মীলন সেথা,
তোমার কথাই শুধু মনেতে ভাসে।
ছাতারে পাখির মতো ছটফটে মন,
ছুটেছে কেবলি তোমার সঙ্গসুধা আশে,
বুঝিনি আমি সবই ছিল বৃথা ছোটা,
আসোনি কোনদিনও তুমি আমার পাশে।
সুখে থাকো তুমি নিজ বাসভূমে,
নির্লিপ্ত নিস্পৃহতা আমার হাত ধরে,
আমি চলি স্মৃতির বেদনায় ধীরে,
পুরানো মুহূর্তগুলি একে একে ঝরে।