শ্যাম সুন্দর হে, সর্বলোক বিহারী,
ফুল নাই, দূর্বা নাই,নাই বেলপাতা,
আয়োজন করে পূজা করেনি কোনদিনও,
তবু আমার হৃদয়ে তোমার চির আসন পাতা।

পূজা আমার মনে মনে দিবা রাত্র ধরে,
জানতে ইচ্ছা করে, হে সর্বলোক বিহারী,
সকল মানুষের মাঝে বাস করো তুমি,
তবু কেন মানুষের অন্তরে এতো আঁধারী।

মানুষের মনে শুভ বুদ্ধি জাগাও তুমি,
মানুষ জর্জরিত বিবাদ বিদ্বেষ ভুল ধারনায়,
আনন্দহীন জীবন যাপন করে চলে,
কাম ক্রোধ লোভ হিংসার আসুরিক ভাবনায়।

শ্যাম সুন্দর হে, সর্ব লোকের হৃদয়বাসী,
সেই হৃদয় আজ কলুষিত পঙ্কিল চিন্তায়,
অন্তরবাসী হে শ্যাম সুন্দর সর্বশক্তিমান,
দাও শুভবুদ্ধি ভালোবাসা জীবন যাপনায়।