কতদূর যাও চলে,
হে সিন্ধুসারস তুমি,
আমিও চলি উড়ে।
কতদূর যাও চলে,
আমিও চলি সে স্মৃতির নীড়ে,
ফেলে রেখে জীবনের তটভূমি,
কতদূর যাও চলে,
হে সিন্ধুসারস তুমি।