তোমার স্মৃতি যেন সাতরঙা এক পাখি,
মনের বনে ঘুরে বেড়ায় সপ্ত সুরে ডাকি,
যখন তারে চেয়ে দেখি মনটা যায় ভরে,
যখন শুনি তার সুর মনটা কেমন করে।
তোমার সাথে হবে না আর দেখা,
হবে না সুযোগ আর কথা বলার,
তবু মনের নীলিমায় তোমার উড়ান,
জ্বেলে দেবে দীপ প্রেমের কবিতার।