আশ্বিনের এই সকালে,
হলুদ রোদ ঝরে পড়ে,
সাদা সাদা মেঘের দল,
চলেছে কার অভিসারে।

সাদা কাশের বনে বনে,
ঢেউ তুলে যায় হাওয়া,
সবুজ ঘাসে ঘাসে ভোরে,
রূপালী শিশিরের ঝরা।

রাতে শিউলি ফুটে উঠে,
বাতাসে সৌরভ ছড়ায়,
ভোরে শিউলি ঝরে পড়ে,
ছড়ায় গাছের তলায়।

সারা পৃথিবী আজ এক,
গভীর অন্ধকার মাঝে,
তবুও মা আসবে বলে,
প্রকৃতি নবরূপে সাজে।