অনেক আশায় বাবা মা বিয়ে দেয় ছেলের,
বৌমাকে নিয়ে আনন্দে কাটবে সুখের সংসারে,
নাতি নাতনি নিয়ে ভরে উঠবে জীবন তাদের,
ভুল ভাঙে বিয়ে হওয়ার কয়েক মাস পরে।
হতাশা নামে যখন নূতন গৃহবধূ স্বরূপ ধরে,
চায় না সে সকলের সঙ্গে মানিয়ে চলতে,
তার খারাপ ব্যবহারে অশান্তি নামে সংসারে,
দেরি হয়না সুখের সংসারের স্বপ্ন ভেঙে যেতে।
আবার অনেক গৃহবধূ আছে যাদের সুন্দর ব্যবহার,
কিছু গৃহবধূর খারাপ ব্যবহারে ভাঙে সুখের সংসার।