জীবিকার জন্য মানুষকে পথে নামতে হয়,
করোনার মাঝে তাকে যেতে হয় কর্মস্থলে,
ভাগ্যের হাতে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়ে,
প্রতিদিন সে যাওয়া আসা করে চলে।
সংক্রমণ হলে পুরো পরিবার পড়ে বিপর্যয়ে,
তবু অসহায় হয়ে বাহিরে যেতে হয়,
জীবন জীবিকার মাঝে কোন দিকে যাবে,
প্রতিদিন মনে জাগে এই মহা সংশয়।