সেই রূপকথা রাত আজও,
স্মৃতিতে ঝর্ণা হয়ে ঝরে,
বাতাবী ফুলের সুবাস ছড়ায়,
তোমায় খুব মনে পড়ে।
অন্ধকারে জোনাকির প্রদীপ জ্বালা,
ঠায় চুপচাপ দাঁড়িয়ে কৃষ্ণচূড়া,
আকাশে অসংখ্য তারার ঝিকিমিকি,
রূপকথা রাত গল্পে গানে ভরা।
তোমার হৃদয় আমার হৃদয়,
মিলেমিশে একই হৃদয়ে একাকার,
বাজে পরিপূর্ণ আনন্দ ঝঙ্কার,
রূপকথা রাত শোনে কান পেতে তার।
সবকিছু যেন স্বপ্ন মনে হয়,
আকাশ কুসুম ফুটে ওঠে গগনে,
ডানা মেলে পরীরা উড়ে আসে,
মন বিভোর আকাশ কুসুম চয়নে।
রূপকথা রাতের আলো আঁধারিতে,
মেঝের মাদুরে দুজনে মুখোমুখি বসি,
গানে গল্পে কথায় সময় কেটে যায়,
দুজনেরই মন বলে ভালবাসি ভালবাসি।