সেই প্রথম শুরু,
রাত্রির আঁধারে উঠান পেরিয়ে,
কখন তুমি আসবে পড়া বুঝতে,
অপেক্ষায় থাকতো আমার কিশোর মন।
এক সময় আসতে,
দাওয়ায় পাশে বসে অঙ্ক বুঝতে,
নির্মল অনুভবের ফুল ফোটাতো,
আবেশময় সেই মুহূর্তগুলি।
কিছু পরে চলে যেতে,
আবেশ থাকতো সারা রাত্রি জুড়ে,
মধুর সে আবেশ মধুর সে স্মৃতি,
সে স্মৃতির মাধুর্য্য আজও অম্লান।