নিয়ে এসো তবে সেই রূপকথা রাত,
সাঁঝের বাতাসে ছড়ানো গানের সুর,
রূপকথার পরী আসুক নেমে নীরবে,
হোক মনের আকাশ আবেশে ভরপুর।
রূপকথা রাতে আমার হৃদয়ের উত্তালতা,
অনুভবে আসে যদি তোমার মনের গহনে,
ভালোবাসা হৃদয়ে তোমার হোক সঞ্চার,
রাত হয়ে যাক কথায় আর গানে গানে।
সময়ের সরণি বেয়ে আকাশ ছুঁয়ে ছুঁয়ে,
হৃদয়ের ডানা মেলে উড়ে উড়ে যাই ফিরে,
নতুন করে আবার যদি ভালবাসতে পারি,
ভালবাসব তোমায় আবার নতুন করে।