গ্রামে আমাদের পুরনো বাড়িটা যেন,
আগের মতো একদম ঠিকঠাক আছে,
খড়ে চাল মাটির দেয়াল মাটির দাওয়া,
দুপুরে খড়ের চালে বসে ঘুঘুর ডাক।
সামনে অনেকটা জায়গা নিয়ে উঠান,
আম কাঁঠাল জামরুল বাতাবী গাছগুলো
সবুজ পাতা মেলে দাঁড়িয়ে আছে,
নিকানো উঠান তুলসী মঞ্চ ও পৈঠে।
বাতাবী লেবু ফুলের মিষ্টি গন্ধে,
চোখ বুজে আসে ভালোলাগায়,
সামনের উঠানে বকফুল গাছে,
ফুটে থাকে অজস্র সাদা বকফুল।
গ্রামে আমাদের পুরনো মাটির বাড়িটা,
এখনো যেন একদম ঠিকঠাক আছে,
স্বপ্নে দেখি পড়ে যাওয়া বাড়িটাকে।
খুব ইচ্ছা করে বাড়িটার মাটির দাওয়ায় গিয়ে বসে থাকি।