যেদিন প্রেমের তিলক এঁকে দিলে কপালে আমার,
অনুভবের বন্যায় ভেসে গেলো আমার মানস ভূমি,
তোমার হাত ধরে পৌঁছে গিয়েছিলাম প্রেমের স্বর্নদ্বীপে,
এরপর একদিন চলে গেলে আমায় ফেলে রেখে তুমি।
স্বর্নদ্বীপে দুজনে এসেছিলাম মনের বড় কাছাকাছি,
কেটেছিলো নিষ্কাম প্রেমের অপরূপ মোহিনী পরশে,
বিথোফেনের সপ্তম সিম্পফনির সুর উঠেছিল বেজে,
উৎফুল্ল মন মাতোয়ারা হয়েছিলো গভীর হরষে।
স্বর্নদ্বীপে কয়দিন একত্রে বসবাসের আনন্দ স্মৃতি,
ছলাৎ ছলাৎ শব্দে ভেঁঙে পড়ে হৃদয় নদীর তীরে,
তোমার কথামালার সৌরভে ভরে যেতো মন,
তোমার আঁখির ভাষা খেলে যেতো পল্লবের নীড়ে।
কয়দিন মাত্র ছিলাম আমরা প্রেমের স্বর্নদ্বীপে,
তারপর একদিন সিম্ফনির সুর থামিয়ে চলে গেলে,
সেই থেকে স্বর্নদ্বীপে নির্বাসনে আছি তোমার বিরহে,
প্রেম জাগিয়ে হৃদয়ে চির বিরহ দিয়ে বলো কি পেলে।