অপরূপ রূপের নিগড়ে তোমার,
আমায় তুমি জড়ায়ে জড়ায়ে,
কোথায় নিয়ে চলেছো বলো,
সকল কাজ আমার ভুলায়ে।

ভেসে যাই যে কেবলি আমি,
আঁখির নীরব ভাষায় তোমার,
ছেড়েছি আমি বিরহের তীর,
ভাসিয়ে প্রেমের তরী আমার।

বলো বলো কিছু কথা তুমি বলো,
তৃষিত প্রাণ আমার এখন জুড়াক,
প্রেমের তরী চলুক ভেসে ভেসে,
আনন্দ শ্রাবণে হৃদয় ভেসে যাক।