কোথাও আমি প্রেম খুঁজে পেলাম না,
প্রেমহীন ভক্তি দিয়ে জানি পূজা হয় না,
প্রেম যে খুবই মহার্ঘ জিনিষ,
চাইলেই তো আর পাওয়া যায় না।
প্রেম খুঁজি আমি প্রেম দেবো বলে,
কে প্রেম দিয়ে প্রেম নেবে তুলে,
তার খোঁজে আমি ঘুরে বেড়াই,
বৃথাই খোঁজা প্রেম তো মেলে না।
আমার মনে প্রেম উতলে গেলো,
কেউ তো এসে প্রেম নিল না,
কোথাও আমি প্রেম খুঁজে পেলাম না,
প্রমহীন ভক্তি দিয়ে জানি পূজা হয় না।