শুভ্র পরী এক আকাশ থেকে নেমে,
ডানা দুটি মেলে ছুঁল ছেলেটির মন,
পাশেই ছিল মেয়েটি ব্যস্ত গল্পে গানে,
জানলো না সে কিছুই এসব তখন।
জাগলো হৃদয় ছেলেটির খুললো মনের দ্বার,
আলোক ধারা প্রবল বেগে বইলো চারিধার,
মেয়েটির মন ছুঁয়ে দিতে পরী গেলো ভুলে,
জানলো না মেয়েটি কি হলো ছেলেটার।
প্রেমের দুতী পরী বলো কেন সেদিন,
জাগালে হৃদয় ছেলেটির অমন স্পর্শ করে,
তোমার ছোঁয়ায় প্রেমে উতল হলো মন,
মেয়েটির প্রেম জাগলো না ছেলেটির তরে।
দুটি মন মিললো নাতো কোনদিনও আর,
প্রেম হারালো রইল ছায়া বিরহ বেদনার।