রৌদ্র তপ্ত প্রান্তর শেষে,
এক নদী দেখা যায়,
ঘাটে নৌকায় বসে মাঝি,
কোথায় যাবে জানতে চায়।

এক দিকে প্রেমের নদী,
অন্য দিকে নদী বিরহের,
প্রেমের পথে আছে মুক্তি,
বিরহ পথ অশ্রু জলের।

মাঝি শ্রী কৃষ্ণ ঠিক করেন,
কার কোন নদীতে হবে ভ্রমণ,
প্রেমের নদীতে আনন্দের জীবন,
বিরহ নদীতে কষ্টের মরণ।

দুই দিকে বহমান দুই নদী,
ঢেউ খেলে প্রেম আর বিরহের,
যে কোন এক পথে যেতে হবে,
জীবন, প্রেম বিরহ কাব্যের।