প্রায়ই এখন মনে পড়ে,
গ্রামে আমাদের ছোট্ট বাড়ীটাকে,
মাটির দেওয়াল-চাল ছাওয়া খড়ে।
প্রায়ই এখন মনে পড়ে,
আম কাঁঠালের গাছে উঠানটা আছে ভরে,
আনন্দে আঁকড়ে ধরি স্মৃতিটাকে।
প্রায়ই এখন মনে পড়ে,
গ্রামে আমাদের ছোট্ট বাড়িটাকে।