ভোরের এই মিষ্টি আলোয়,
পড়ল তোমায় মনে,
জানিনা কোথায় আছো এখন,
পৃথিবীর কোথায় কোনখানে।
উত্তালতা মাঝে রঙিন স্বপ্ন মাখা,
তোমার আঁখির মাঝে যে সাগর,
হয়নি আজো আমার তরী বাওয়া,
বিভোল আবেশে আনন্দে বিভোর।
তুমি এমনি করে থাকবে দূরে,
অজানা কোন কল্পলোকের পারে,
কল্পনার পাখা খানি মেলে,
তোমায় আমি দেখব বারেবারে।