বাতাস ভরেছে মধুর কোকিল কূজন,
মধূপ পিয়াসে ভ্রমর করিছে গুঞ্জরণ,
বসন্ত এসে গেছে নুতন ফুলে পাতায়,
তোকে খুঁজে ফেরে আমার পিয়াসী মন।