আমায় টেনে নিলে
দুরন্ত সমুদ্র উত্তালে,
হাওয়ায় হাওয়ায় ওড়ে
সাজানো পাল দড়ি,-
চলেছি চলেছি দূরে,
উত্তাল ঢেউয়ে উড়ি।
নীলিমার নীলে নীলে,
সমুদ্র তরঙ্গ উত্তালে,
আমি একা একা,
চলেছি আপন ভুলে।
এসেছি ছেড়ে ভূমি,
শস্য শ্যামলিমা প্রান্তর,
রোদের নিবিড় পরশে,
পাশে ছিলে তুমি।
এবার আমি ফিরে চলি,
উত্তাল সমুদ্র তরঙ্গ ছেড়ে,
লেকের জলের নিবিড় ছায়ায়,-
স্থির জল ধরে রাখে,
ছায়ায় ছায়ায় তোমায় আমায়।