তুমি বৃথাই খোঁজ পরশ পাথর,
হৃদয়ের ঘুম ভাঙাবে বলে,
এ ঘুম তো যেতো ভেঙে,
হৃদয়ে ভালোবাসার পরশ পেলে।
জাগাও ভালোবাসা হৃদয়ে তোমার,
ভালোবাসা পূর্ণ হলে হৃদয়ে,
ছুঁয়ে দিও আমার হৃদয়,
অলোকে তোমার হৃদয় দিয়ে।
ভালোবাসাই আসল পরশ পাথর,
খুঁজতে যাওয়া বৃথাই তারে,
ভালোবাসার একটু ছোঁয়া পেলে,
কেউ কি আর ঘুমাতে পারে।