সকালে আমার যাওয়ার পথের পাশে,
দাঁড়িয়ে থাকিস তুই হাসি মুখে,
আনন্দের মাধুরী ছড়িয়ে পড়ে মনে,
সেই মাধুরীর আবেশে সারা দিন কাটে।
বিকালে যখন ফিরি অফিস থেকে,
একই হাসি দেখতে পাই তোর মুখে,
আসা যাওয়ার পথের পাশে, আনন্দে
মন ভরে যায় তোর মুখের হাসি দেখে।