বাড়িতে থাকে চার ভাই,
মা থাকে একা ঘরে,
মার এখন অনেক বয়স,
দিনরাত আয়া দেখাশোনা করে।
স্বামী ছিল রেলে অফিসার,
বিধবা পেনসান ভালই পায়,
মাই আয়ার মাইনে দেয়,
ছেলেদের নেই আর্থিক দায়।
ছেলে বৌমা নাতির সঙ্গ,
পেতে ইচ্ছা করে মনে,
তারা কেউ আসেনা কাছে,
মার দুঃখ হয় প্রাণে।
কষ্টে মানুষ করেছে যাদের,
পায়না সময় কাছে আসার,
দিনরাত আয়ার সঙ্গে কাটে,
সুখে থাকুক ছেলেরা তার।