হাজার হাজার বছর আগে কোন সে এক প্রাতে,
হলুদ রোদের মতন তোমার প্রথম চুমাতে,
সাগরের ঢেউ উঠেছিল যেন ফেনিল উচ্ছাসে,
প্লাবিত হৃদয়ের তটভূমি-দুকূল যেন ভাসে।
কত জন্ম মৃত্যু মিছিল হেঁটে হেঁটে হলাম পার,
তোমার আখিঁর পানে চেয়ে চেয়ে থেকে অনিবার,
নীলিমার নীলে নীলে লেখা আছে সেই ইতিহাস,
আমার কল্পনার আলপনায় দিয়েছো আভাষ।
গভীর অন্ধকারের মাঝে হারায়েছি কতবার,
আলো হয়ে এসে নিয়েছো যে কোলে ফিরেছিআবার
ভোরের কুয়াশা তোমার ছোঁওয়াতে হৃদয় ভাসে,
সু্র হয়ে ঘুরে ঘুরে বেড়াও আমার পাশে পাশে।