কেন বিচারের আসন ছেড়ে এ পথে তুমি এলে,
নোংরা পঙ্কিল অমানুষদের আখড়া স্থলে,
ওরা দেবেনা তোমায় মানুষের জন্য কাজ করতে,
অপবাদের কাদা ছড়িয়ে জড়াবে মিথ্যা মামলার জালে।

তোমার  জন্যে বিচারের আসনই ছিল ভালো,
কতো বঞ্চিত মনে জ্বেলেছিলে তুমি আলো,
তোমার বিচারে কতো অসৎ মানুষ আজ জেলে,
নুতন পথে যেন দেখি তোমার সকল বাধা তুচ্ছ হলো।