নিটোল কবিতা যেন এক,
সুগন্ধি একগুচ্ছ ফুল,
ভাললাগার গভীর আনন্দ আবেশে,
ভরে তোলে হৃদয়ের দুকূল।
কবিতার পরতে পরতে নতুনের সন্ধান,
মৌলিক চিন্তার বীজ বোনা,
শিহরিত হয় মন নতুন ভাবনায়,
ঝলসিয়ে ওঠে নতুন অনুভবের সোনা।
মননের গভীরতা মেশে অভিনব শৈলীতে,
হৃদয় মুগ্ধ বিস্ময়ে ওঠে ভরে,
আঁধার পেরিয়ে আলোর দিশায়,
গভীর আবেশ জাগে চেতনার স্তরে স্তরে।