কল্পনার আলপনায় সুন্দর তুমি,
কথা দিয়ে তোমায় গড়ি তোমায় ভাঙি,
ভাঙাগড়ার এ অপার আনন্দ মাঝে,
তুমি ছুঁয়ে যাও আমার মানস ভূমি।
রেখেছি ভালোবেসে সযতনে তোমারে,
মাধুরী মিশিয়ে একান্তে আমার মনে,
পেয়েছি তোমায় নির্মল শান্তির নির্ঝরে,
এ হৃদয়ের গভীরে গোপনে নির্জনে।