সবুজ লনে দাঁড়িয়ে দেখি চারিদিকে সবুজ পাহাড়,
গাছের সবুজ পাতায় হলুদ রোদের মাখামাখি,
নিস্পন্দ গাছের পাতা,পাখির কলতানও যায় না শোনা, প্রশান্তির মহাসাগর তীরে ফ্রান্সের গ্রনেবল শহরে।
সুদূর বিস্তারী উন্মুক্ত পাহাড় চারিদিকে নীলিমাকে ছুঁয়ে,
নীলিমার সারা দেহে এক খন্ড মেঘের আবরণও নেই,
নগ্ন নীলিমার সারা দেহে অপরূপ সৌন্দর্য বাহার,
পাহাড় আবেশ আপ্লুত নীলিমার নিবিড় আলিঙ্গনে।